রাসুল (সা:)কে অবমাননা করায় বগুড়ায় বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টারঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিশদ বগুড়া জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল। ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুমা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরষিদ বগুড়া জেলা শাখার উদ্যেগে ফ্রান্সে রাষ্ট্রিয় পৃষ্ঠপােষকতায় হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বগুড়ার সাতমাথায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মতিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে নেতৃবন্দ বলেন ফ্রান্সে রাষ্ট্রিয় পৃষ্ঠপােষকতায় হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন সারা বিশ্বের মুসলমানের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে । অতএব ফ্রান্সের সকল পণ্য বর্জন করার আহবান জানিয়ে বক্তারা বলেন সারা বিশ্বের মুসলমানের কাছে ফ্রান্স সরকারের প্রকাশ্য ক্ষমা চাইতে হবে । ইমানী দায়িত্বের অংশ হিসেবে সর্বদিক দিয়ে রাষ্ট্র ফ্রান্সকে বয়কট করতে হবে দুখের বিষয়, মুসলিম সংক্ষাগরিষ্ঠ দেশ বাংলাদেশ সরকারের নিরব ভুমিকা পালনে মুসলিম জনতা চরমভাবে হতাশ, তাই এর প্রতিবাদে অচিরেই সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে সরকারের প্রতি আহবান জানানাে হয় ।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সহসভাপতি মাওলানা আব্দুল হক আজাদ। আরও যারা বক্তব্য রাখেন মাওলানা কাজী ফজলুল করীম, মাওলনা আবুল কালাম আজাদ , জেলা সাধারন সম্পাদক মাওলানা রেজাউল করীম, মাওলানা মুরশিদুল ইসলাম, মুফতি আমীনুল হক আজাদী , মাওলানা আমীনুল ইসলাম, মাওলানা তাওহীদুল ইসলাম মাওলানা সুহাইল আহমাদ মাওলানা শাহ জালাল, মাওলানা নজরুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন। পরে এক বিশাল মিছিল শহর প্রদক্ষিন করে ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ