বগুড়ার শিবগঞ্জে গৃহ বধুর রহস্য জনক মৃত্য, থানায় মামলা আটক -২

আকাশ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় গৃহ বধুর রহস্য জনক মৃত্য, স্বামী শ্বাশুড়ী সহ ৪ জনকে আসামী করে থানায় মামলা, আটক ২। বগুড়ার শিবগঞ্জ থানার ৫/৪৩৬  নং মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ  উপজেলার  মোকামতলার শংকুর পুর গ্রামের আনন্দ চন্দ্রের পুত্রের    সাথে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ডিমলা গ্রামের রতন  চন্দ্র মোহন্ত গত ৫/২/১৮;ইং সালে তার মেয়ে  রচনা রাণী রুপা (২২)কে বিয়ে দেয়।
বিয়ের পর তাদের সংসার ভালই চলছিল। মামলায় আরও উল্লেখ করা হয় যে  বেশ কিছু দিন পূর্বে থেকে রুপার স্বামী কাপড় ব্যবসায়ী অনিক চন্দ্র শ্বশুর বাড়ী থেকে যৌতুকের টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে। তাদের চাহিদা মত টাকা নিয়ে না আসায় গত ৫/১১/২০২০ ইং তারিখে অনিক ও তার পিতা মাতা ভাই মিলে সন্ধ্যা অনুমান ৬ টা ৩০ মি: তাকে শ্বাসরোধ করে হত্যা করে আত্ম হত্যা বলে চালানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে মোকামতলা  ফাঁড়ী  পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশের সুরুত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আসামীরা হলো রুপার স্বামী (১) অনিক চন্দ্র অধিকারী,   (২) অভি চন্দ্র অধিকারী, উভয়ের পিতা আনন্দ্র চন্দ্র অধিকারী, (৩)  অনিকের মা রেখা রানী  ও (৪) পিতা  আনন্দ্ চন্দ্র অধিকারী,  সর্ব সাং শংকর পুর  ( মোকামতলা), থানা,  শিবগঞ্জ, জেলা বগুড়া। এদের মধ্যে অনিক ও অভিকে পুলিশ আটক করে কোর্টে প্রেরন করে। ঘটনাস্থলে শিবগঞ্জ – সোনাতলা সার্কেল আরিফুল ইমলাম সিদ্দিকী, ফাঁড়ীর ইনচার্জ  সনাতন চন্দ্র সরকার পৌছে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার এবং বাকী আসামীদের দ্রুত আটক করার আশ্বাস প্রদান করেন।   মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনিছ জানান বাঁকী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  এব্যাপারে আসামীদের পরিবারের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, তারা সবাই ভাল, আমি শুনেছি রুপা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে নেওয়ার পথে সে মারা যায়। রুপার পিতা জানান আমার মেয়েকে তারা শ্বাস রোধ করে হত্যা করেছে।  আমি দোষীদের কঠিন শাস্তির দাবী করছি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ