বগুড়ায় পুলিশদের নিয়ে ‘কাউন্সেলিং’ বিষয়ক প্রশিক্ষণ

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্ত পুলিশদের মানসিক সুস্থতা ও কাউন্সেলিং বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানের আয়োজন  করে বগুড়া জেলা পুলিশ এবং সহযোগিতায় ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্প।প্রশিক্ষণের শুরুতে উদ্বোধন ঘোষণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলী আশরাফ ভূঁঞা।  প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু।

প্রশিক্ষণে জেলার ১২ টি উপজেলার নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী হেল্পডেস্কের  দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও অফিসার ইনচার্জরা অংশ নেন।

প্রশিক্ষণার্থীরা এ সময় জানান, এই প্রশিক্ষণ কর্মক্ষেত্র ছাড়াও ব্যক্তি জীবনে কাজে লাগবে। তারা আশা করছেন এই প্রশিক্ষণ গ্রহণের ফলে নারী শিশু বৃদ্ধ ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে আগত সার্ভাইভারদের আরো বেশি প্রাথমিক মনোসামাজিক সেবা দেয়া সম্ভব হবে।

প্রশিক্ষণটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের আস্থা প্রকল্পের ক্যাপাসিটি ডেভলপমেন্ট এক্সপার্ট ফারজানা আহমেদ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ