বগুড়া লেখক চক্র পুরস্কার ঘোষণা

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২০ সালের পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

সংঠনটি এ বছর ৬ (ছয়) টি বিষয়ে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২০’ প্রদান করছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় শামীম রেজা, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক, গবেষণায় শামীম রফিক, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘লিরিক’ সম্পাদক এজাজ ইউসুফী এবং সাংবাদিকতায় জে এম রউফ।

বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করে আসছে। আগামী ২৭ ও ২৮ নভেম্বর সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১২তম কবি সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট এবং সম্মাননা পত্র প্রদান করা হবে। কবি সম্মেলনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক শিরীণ আখতার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ