২৯ নভেম্বর ভিডিও কনফারেন্সে রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তারিকুল আলম,
সিরাজগঞ্জঃ আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আর এর মুল আনুষ্ঠানিকতা হবে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে। এ উপলক্ষে রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এ প্রস্তুতি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী ‍নুরুল ইসলাম সুজন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যপূর্ণ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। এ কারণে বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ডেডিকেটেড ডাবল লেনের রেলসেতু নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ হলে দুটো ট্রেন একসঙ্গে যেতে পারবে এবং ১শত কিলোমিটার বেগে সেতুটি অতিক্রম করতে পারবে। এবিষয়ে  মন্ত্রী বলেন, আমাদের পরীক্ষিত বন্ধু জাপানের অর্থায়নে এ প্রকল্পটি জাইকা বাস্তবায়ন করছে। টেন্ডারসহ সমস্ত প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি। সেতুটি নির্মানে ব্যায় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে ৪ হাজার ৬৩১ কোটি টাকা আর জাইকা দিচ্ছে ১২ হাজার ১৪৯ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপনের পর
আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু করা হবে এবং ২০২৪ সালের আগস্ট মাসে প্রকল্পের কাজ শেষ হবে। এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেল বিভাগের মহা-পরিচালক মো. শামছুজ্জামান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম সহ রেলওয়ের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ