শিবগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক শিশু সহ মাকে মারপিট, থানায় অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কাটগারা চকপাড়া
গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় এক শিশু সহ মা আহত,
থানায় অভিযোগ। ।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জ উপজেলার কাটগারা চকপাড়া গ্রামের প্রবাসী আব্দুল
বারী ফকিরদের বাঁশঝাড়ে একই গ্রামের মৃতঃ আজহারের মেয়ে রেশমা(২৯) ও তার মা নুরজাহান(৫৪)
জোরপূর্বক বাঁশ কাটতে আসলে আব্দুল বারীর ছেলে শিশু হীরা(৯) বাঁধা দিলে ঘটনাস্থলেই স্বামী
পরিত্যক্তা রেশমা ও তার মা নুরজাহান বেগম ক্ষিপ্ত হয়ে নাবালক হীরাকে মারপিট করে। হীরা কে মাটিতে
ফেলে দিয়ে রেশমা তার গলার উপরে পা তুলে দেয়। সে চিৎকার চেঁচামেচি করতে থাকলে মা হানু
বেগম তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেধরক মারপিট করে আহত করে। খবর পেয়ে
হানু বেগমের ভাই ইউসুফ কাজী বোন ও ভাগিনাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনার প্রত্যক্ষদর্শী নুর মোহাম্মদ ও রাবেয়া বলেন, রেশমা ও তার মা
নুরজাহান বিনা উস্কানিতে অন্যায়ভাবে মারপিট করে মা ও ছেলেকে আহত করেছে। মারপিটে আহত
শিশু হীরা ও তার মা হানু বেগম বলেন, আমাদের বাঁশঝাড়ে অন্যায় ভাবে রেশমা ও তার মা নুরজাহান
বাঁশ কাটতে আসলে আমরা বাধা দিলে তারা আমাদের দাঁ ও লাঠি দিয়ে মেরে আহত করে। সরেজমিনে
গিয়ে রেশমা ও তার মা নুরজাহানের সাথে যোগাযোগ করার চেস্টা করে তাকে পাওয়া যায়নি। তবে
রেশমার ভাবী সুমির বলেন, ভুলবোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটতে পারে। আহত হানু বেগমের ভাই
ইউসুফ কাজী বলেন, আমার বোন ও ভাগিনাকে অন্যায় ভাবে মারপিটের ঘটনায় প্রশাসনের কাছে এর
সঠিক বিচার চাই। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ