বগুড়ার রেল কর্মকর্তা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেঞ্জুরুল আর নেই

 

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া রেলওয়ে স্টেশনের সাবেক স্টেশন মাস্টার ও বগুড়া পদাতিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বেঞ্জুরুল ইসলাম প্রদীপ (৬২) হৃদরোগ ও কিডনি রোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজেউন)। পরিবারের সদস্যরা জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ছয় ভাই ও পাঁচ বোনসহ বহু সংখ্যক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ’৭৫ পরবর্তী আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং কর্মজীবনে বগুড়া রেলওয়ে শ্রমিকলীগের প্রায় দুই দশক ধরে সভাপতির দায়ীত্ব পালন করেন। শনিবার বেলা ১২টায় বগুড়ায় প্রথম এবং বাদ আসর নিজ গ্রাম জেলার সান্তাহারের দমদমা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারীক কবরস্থানে দাফন করা হয়েছে। দৈনিক প্রথম আলো’র আদমদীঘি উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম এবং আদমদিঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পার বড় ভাই ছিলেন বেঞ্জুরুল ইসলাম। তার মৃত্যুতে এক শোক বিজ্ঞপ্তিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, শব্দকথন সাহিত্য আসরের পরিচালক এইচ আলিম, সমন্বয়কারি আব্দুস সালাম বাবু, বগুড়া পদাতিক এর সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক লিপি প্রধান, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, বাঙময় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাবেক সাধরণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, জাতীয় রবীন্দ্রসঙ্গিত সম্মিলন পরিষদ বগুড়ার সভাপতি শ্যামল বিশ^াস, বগুড়া থিয়েটার, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, নাট্যভিনেতা শাহাদৎ হোসেন, গীতিচর্চা সঙ্গিতালয়, কাহালুর প্রভাতী থিয়েটারের আব্দুল বাছেদ, বগুড়া শিশু নাট্যদল, বগুড়া ফাল্গুনি থিয়েটার, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস সুবল, ত্রিতালের সমন্বয়ক শেখ মাসুকুর রহমান শিহাবসহ অন্যান্যরা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ