নাসিরনগরের জেলে পল্লীতে চলছে শুটকি তৈরীর ধুম

বগুড়া নিউজ ২৪ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেলে পল্লীতে নদীর পাড়ে বাঁশের মাচার উপরে চলছে  হাওড় বিলের মিঠা পানির সুস্বাদু দেশীয় পুটি মাছের  চ্যাঁপা শুটকি তৈরীর ধুম। উপজেলার খাদ্যগুদামের পূর্ব ও পশ্চিমে  নদীর পাড়ে পুঁটি মাছ শুকানোর জন্য ঘরে উঠেছে ১২টি বাঁশের মাচা। জেলের পল্লীর নারীরা এখন পুটিঁ মাছ কাটা আর শুকানোর জন্য ব্যস্ত সময় পাড় করছে। নদীর পাড় গিয়ে দেখা গেছে এমন দৃশ্য।

মাচার মালিক মঙ্গল দাস জানান, তারা নদী থেকে কাঁচা পুটি মাছ ক্রয় করে তা কেটে শুকিয়ে আশুগঞ্জ, ভৈরবে বড় বড় ব্যবসায়ী ও আড়তদারদের কাছে বিক্রি করে। আড়তদাররা এ সমস্ত শুকনো পুঁটি মাছ মাটির তৈরীর মটকায় ভরে চ্যাঁপা শুটকী তৈরী করে। রসনা বিলাসীদের জন্য মুখ রোচক খাবার হিসেবে এ সমস্ত চ্যাঁপা শুটকী প্রতি কেজি ১০০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি করে। তারা জানানা, এ সমস্ত চ্যাঁপা শুটকী সিংহভাগ দেশের বাহিরে চলে যায়।

ব্যবসায়ীদের দাবি করোনা ও আর্থিক সংকটের কারণে তারা এ ব্যবসা বেশী ভাল করতে পারছে না। সরকারি আর্থিক সহযোগিতা পেলে এ ব্যবসা আরো ভাল করতে পারবে বলে দাবি ব্যবসায়ীদের।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ