বর্তমান দেশে কোন গণতন্ত্র নেই-সাবেক এমপি লালু

ষ্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বর্তমান দেশে কোন গণতন্ত্র নেই। দেশ এখন গণতন্ত্রহীন কারণ বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। সাধারণ মানুষের ভোটের অধিকার হরন করে এ সরকার দিনের ভোট রাতে করে। অবৈধ এ সরকারের কোন ভিত্তি নেই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী তাই তৃর্ণমুলে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করে। আর বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই তৃণমুলে নেতাকর্মীদের ভোটের মাধ্যমে সম্মেলন করে নেতা নির্বাচন করা হচ্ছে। বিএনপির সম্মেলন দেখে বর্তমান সরকার করোনার কথা বলে প্রশাসন দিয়ে সম্মেলন বন্ধ করতে বলছে। গতকাল মঙ্গবার বিকালে বগুড়া সদর উপজেলার কৈচড় বাজারে দলীয় কার্যালয়ে সামনের মাঠে ফাঁপোর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষীক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালু আরো বলেন, বর্তমান সরকারের হাত থেকে মুক্ত করতে হবে বাংলাদেশ। আমাদেরকে সৃষ্টি করতে হবে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সেই দেশ, আমাদের নেতা তারেক রহমান স্বপ্নের দেশ, আমাদের সমগ্র মানুষগুলো ১৯৭১ সালের স্বাধীনতার যে চেতনা সেই চেতনাকে বাস্তবায়ন করতে হবে, এই রাষ্ট্রকে নির্মাণ করতে হবে। তিনি বলেন, নতুন নেতৃত্ব আগামীদিনের আন্দলোন বেগবান করবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর একবার যুদ্ধ করতে হবে। আওয়ামীলীগ সরকারের ক্ষমতার এই বছরই শেষ বছর। দেশ ও দেশের মানুষকে এই অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এই সরকারের বিরুদ্ধ্যে যুদ্ধ করতে হবে।

বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের মুক্তির আন্দোলনে আজকের এই নতুন নেতৃত্ব অগ্রনী ভুমিকা পালন করবে। আগামী যেকোন সরকার বিরোধী আন্দোলনে সকলে কাধে কাধ মিলিয়ে এক হয়ে রাজপথে নামতে হবে। জনবিচ্ছিন্ন সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। ফাঁপোর ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব রেজাউল হক ঠান্ডুর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. সোলায়মান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম,ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কে,এম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনির, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুল আহম্মেদ খান রুবেল, বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম রাসেল মামুন,সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা মহিলাদলের সভানেত্রী নাজমাসহ নেতৃবৃন্দ। দ্বি-বার্ষীক সম্মেলনে সভাপতি আলহাজ্ব রেজাউল হক ঠান্ডুর সাধারন সম্পাদক এনামুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন নির্বাচিত হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ