বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালন

ষ্টাফ রিপোর্টারঃ ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় মানববন্ধন, আলোচনা সভা ও মাস্ক বিতরণ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে শহরের সাতমাথায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটি, আসক বগুড়া জেলা কমিটি, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ), আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নর্থ বেঙ্গল জোনাল কমিটি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার নেতারা এই কর্মসূচি পালন করে।

এতে বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির সভাপতি মোছা. স্বপনা চৌধুরী।

উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিনিয়র সহ-সভাপতি মোজ্জামেল হক সিমন, মাহমুদুন্নবী রাসেল, কোঅর্ডিনেটর নাজমা বেগম, আব্দুল লতিফ, উপদেষ্টা শফি মিলটন, ফজিলাতুন্নেছা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন পাপ্পু, পিংকি, দপ্তর সম্পাদক সাহেরা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা হক, আইন বিষয়ক সম্পাদক লাকি আক্তার, সনি, আশা, জীবন।

অপরদিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন  আফস জেলা কমিটির উপদেষ্টা আনোয়ারুল ইসলাম বাচ্চু, সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক লতিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আপেল, প্রচার সম্পাদক শাহিনুর রহমান, নুর ইসলাম, আব্দুল্লাহেল কাফি, জাকির হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ