উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচন সম্পন্ন বগুড়ার শেরপুরে বিএনপির দলীয় প্রার্থী নাছরিন আক্তার পুটি বিজয়ী

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিএনপির দলীয়
প্রার্থী নাসরিন আক্তার পুটি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
গত ১০ডিসেম্বর বৃহস্পতিবার শেরপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরশহরের
৯৮টি ভোট কেন্দ্রে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
এরপর প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষে রাত সাড়ে আটটায় শেরপুর উপজেলা নির্বাচন
কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন নির্বাচনের ফলাফল
ঘোষণা করেন। শেরপুর উপজেলা পরিষদ এর উপ-নির্বাচনে বিজয়ী হন বিএনপি দলীয় মনোনীত
প্রার্থী নাসরীন আক্তার পুটি। তার প্রতীক ধানের শীর্ষ। ঘোষিত ফলাফলে মহিলা ভাইস
চেয়ারম্যান পদে ২১হাজার ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম স্বতন্ত্র প্রার্থী
নাজনীন পারভীন পদ্মফুল পেয়েছেন ৪হাজার ৩২৬ ভোট। এছাড়াও সাবেক পৌর কাউন্সিলর স্বতন্ত্র
প্রার্থী শিল্পী বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২হাজার ২২৩ ভোট এবং শেরপুর উপজেলা পরিষদ
এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ৪৮
ভোট। শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোছা. আছিয়া
খাতুন জানান, শেরপুর উপজেলায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ মহিলা পদের উপ-
নির্বাচন সম্পন্ন হয়। শেরপুর পৌর সভা সহ উপজেলার দশটি ইউনিয়নে মোট ৯৮টি কেন্দ্রে
ভোট গ্রহণ করা হয়। নিবার্চনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শেরপুর উপজেলার মোট
২লাখ ৬৫হাজার ৮৮৮জন ভোটারের মধ্যে ১লাখ ৩০হাজার ৪৮জন পুরুষ ও ১লাখ ৩৫হাজার ৮৪০জন নারী
ভোটার আছে। এরমধ্যে ২৮হাজার ৯২২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৈধ ভোটের
সংখ্যা ২৮হাজার ৭৬১ভোট। আর বাতিল ভোট সংখ্যা ১৫৯। প্রাপ্ত ভোটের সংখ্যা শতকরা ১০দশমিক
৮৮ভাগ। তবে ভোট কেন্দ্রে গুলোতে কোন রকমের বিশৃংখলা হাঙ্গামা বা কেন্দ্র দখলের কোন খবর মিলে
নাই। অতীতের বেশ কয়েকটি ভোটের কারণে ভোট কেন্দ্রে এবারে ভোটারের সংখ্যা তুলনা মূলক কম।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ