ভারতে কৃষকদের ৯ ঘণ্টার অনশনের ঘোষণা

বগুড়া নিউজ ২৪ঃ বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন ভারতের আন্দোলনরত কৃষকরা। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টার অনশনের ডাক দিয়েছেন তারা। এই সময়ে কোনো খাবার গ্রহণ করবেন না বলেও ঘোষণা দিয়েছেন।

কৃষক নেতারা বলছেন, আন্দোলন আরো জোরদার করতেই এমন কর্মসূচি দিয়েছেন তারা। অনশনে সংহতি জানিয়ে টুইট বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন,  কৃষকদের এই আন্দোলন সাফল্যের মুখ দেখবে, জয় তাদের হবেই।

এদিকে কৃষকদের অনশনে তিনি যোগ দেবেন বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো । এছাড়া চলমান কৃষক আন্দোলনে সংহতি জানাতে পদত্যাগ করেছেন পাঞ্জাবের ডিআইজি প্রিজন লক্ষিন্দর সিং জাখার। গত ১৮ দিন ধরে দিল্লি সীমানা অবরোধ করে বসে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। তবে  সরকার এখনো দাবি মেনে না নেয়ায়  অনশনের ডাক দেয় তারা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ