২ কেজি ওজনের চাঁদের পাথর নিয়ে ফিরছে চীনা চন্দ্রযান

যমুনা নিউজ বিডিঃ চাঁদ নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। শুরু হয়েছে গবেষণাও। তারই জেরে এবার চাঁদ থেকে ২ কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের চন্দ্রযান চ্যাং’ই ৫। ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের পর এবারই প্রথম চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনা হচ্ছে।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, চ্যাং’ই ৫ ক্যাপসুল চাঁদ থেকে পৃথিবীর পথে তিন দিনের যাত্রা শুরু করেছে। চাঁদের কক্ষপথের বাইরে যেতে চন্দ্রযানটির ২২ মিনিটের মতো সময় লাগে। এ জন্য চারটি ইঞ্জিন চালাতে হয় চন্দ্রযানটিকে।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুর দিকে চাঁদের মন্স রামকার নামক অঞ্চলে মহাকাশযানটি অবতরণ করে। প্রাচীন কালে অঞ্চলটিতে আগ্নেয়গিরি ছিল বলে ধারণা করা হয়। চাঁদ থেকে দুই কেজির মতো পাথরের নমুনা সংগ্রহ করেছে চ্যাং’ই ৫।
তথ্যসূত্র : আলজাজিরা

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ