তুরস্কে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ করোনা রোগীর মৃত্যু

বগুড়া নিউজ ২৪ঃ তুরস্কের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশের একটি বেসরকারি হাসপাতালে একটি অক্সিজেন মেশিন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহার হওয়ার হাই-ফ্লো অক্সিজেন থেরাপি মেশিন থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

সাতজন রোগী ঘটনাস্থলেই মারা যান। আরেকজনের মৃত্যু হয় আরেকটি হাসপাতালে। দুর্ঘটনায় নিহত হওয়াদের বয়স ৬৫ থেকে ৮৫ বছরের মধ্যে। ওই বিস্ফোরণের পর কোভিড-১৯ চিকিৎসা নিচ্ছিল এমন আরও ১৪ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই অগ্নিকাণ্ডের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। এ ঘটনায় একটি তদন্তও শুরু করা হয়েছে। সরকারি হিসাবে, করোনাভাইরাস মহামারির কারণে তুরস্কের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৭৪ শতাংশ বেডে রোগী রয়েছে। যদিও হাসপাতালগুলো বলছে, প্রকৃত সংখ্যা শতভাগ ছাড়িয়ে গেছে।

শুক্রবার সন্ধ্যায় তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৬ হাজার ৪১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সবমিলিয়ে দেশটিতে মার্চ থেকে এ পর্যন্ত ১৯ লাখ ৮০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
খবর আল জাজিরা

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ