বগুড়ায় হাম- রুবেলা ক্যাম্পেইন শুরু

ষ্টাফ রিপোর্টারঃ  বগুড়া জেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০ শুরু হয়েছে। ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারী ২০২১ পর্যন্ত (৬ সপ্তাহ ব্যাপী) এই ক্যাম্পেইন পরিচালিত হবে। ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। এবার বগুড়ায় ৮হাজার ৩৫২ স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬লাখ ৯২হাজার ৪শ শিশুকে টিকা প্রদান করা হবে। সকালে বগুড়া পৌর সভায় জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান, বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সামির হোসেন মিশু। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে টিকাদান কেন্দ্রে গুলোতে স্বাস্থ্য বিধি, সামাজিক দুরত্ব মেনে হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালিত হবে। এজন্য শিশু ও অভিভাবকদের টিকাদান কেন্দ্রে অধিক সময় অপেক্ষা রোধ নিশ্চিত কল্পে কর্মকৌশলের কিছু পরিবর্তন করা হয়েছে। হাম-রুবেলা টিকা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে না।তিনি জানান, বিভিন্ন সময় হাম ক্যাম্পেইন ও হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনা করা সত্বেও রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী ২০১৭ সাল থেকে দেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং তা এখনও বিদ্যমান আছে। ফলে উদ্দিষ্ট শিশুরা হাম রুবেলা রোগ জনিত মৃত্যু ঝুকির মধ্যে রয়েছে। তাই বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে বাংলাদেশ সরকার অতি শীঘ্রই স্বাস্থ্য বিধি প্রতিপালনের মাধ্যমে স্থগিত হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করেছে। সরকারের সিদ্ধান্তের আলোকে আমরা হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু করেছি।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন, মেডিকেল অফিসার ডাঃ ফারজানুল ইসলাম নির্ঝর, পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম, জেলা ইপিআই সুপারভাইজার দুলাল উদ্দিন ও ক্লোড চেইন টেকনিশিয়ান আমিনুর রহমান প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ