ভারতের সাথে বাংলাদেশের অনুষ্ঠিত ভার্চুয়াল সম্মেলন সফল হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বগুড়া নিউজ ২৪ঃ ভারতের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল সম্মেলন সফল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শনিবার
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায়, বঙ্গবন্ধু গ্যালারি ও গ্রন্থাগার উদ্বোধন করে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে বিদেশে নিজস্ব প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোতে বঙ্গবন্ধু কর্নার, গ্যালারি ও গ্রন্থাগার চালুর মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছে। যাতে করে বিশ্ববাসী বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করে। একইসঙ্গে সারাবিশ্বের নতুন প্রজন্মও যেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা পায়।

ড. মোমেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা বিশ্বে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ছড়িয়ে দিতে চাই। বিদেশে বাংলাদেশের ৭৮টি মিশনের মধ্যে ৬৮টি মিশনে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে এক সময় দারিদ্র্য পীড়িত দেশ হিসেবে সবাই চিনতো। তবে এখন আর সেদিন নেই। আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ আনতে চাই।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ