সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের মনোনয়ন দাখিল

তারিকুল আলম,

সিরাজগঞ্জঃ গত রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আজিজার রহমানের নিকট মনোনয়ন পত্র জমা দেন সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বি মেয়র ও কাউন্সিল প্রার্থীগণ। এবারে সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তার ( নৌকা) মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান,প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার হোসেন রতু,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইসহাক আলী, বিমল কুমার দাস, আব্দুল বারি সেখ, আব্দুল বারি তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো,আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, পৌর আ,লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব দানিউল হক মোল্লা, জেলা পুজা উদযাপন পরিষদেও সভাপতি সন্তোষ কুমার কানু ও অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ সাইদুর রহমান বাচ্চু ( ধানের শীষ) পক্ষে মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান রানা, মির্জা মোস্তফা জামান এবং যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। উল্লেখ থাকে যে এবার নির্বাচন কমিশন দেশে চার ধাপে দেশের ১৬৯টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রথম ধাপের নির্বাচন ২৮ডিসেম্বর নির্বাচনের অনুষ্ঠানের পর দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা ও জেলার ৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার ছিল দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন। ২২ডিসেম্বর বাছাই। ২৯ডিসেম্বর প্রত্যাহরের শেষ তারিখ এবং ভোট গ্রহণ ১৬জানুয়ারী। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতিকে ভোট হয় পৌরসভার। সেবার ২০টি দল ভোটে অংশগ্রহণ করে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ