বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট এর ত্রাণ সামগ্রী বিতরণ

বগুড়া প্রতিনিধিঃ আর্তমানবতার সেবাই নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া
ইউনিট আজ ২২ ডিসেম্ভর ২০২০ তারিখ সোমবার সকাল ১০.৩০ সোনাতলা
উপজেলার পাকুল্লা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৫৪ পরিবারের মাঝে,
প্রতি পরিবারে খাদ্য সামগ্রি (চাউল ১৫ কেজি, ডাল ২ কেজি, তৈল ২ লি:, লবন ২
কেজি, চিনি ২ কেজি, সুজি ১ কেজি) ও হাইজিন কিট (গোসল করা সাবান ১২
টি, কাপড় ধোয়ার সাবান ৮ টি, স্যাটিটারি প্যাড ১ প্যাকেট, টয়লেট টিস্যু ৫
রোল, টয়লেট ব্রাশ ১ টি, নখ কাটার যন্ত্র ১ টি, টুথ পেস্ট ২ টি, টুথ ব্রাশ ৫ টি, হাত
ধোয়ার তরল সাবান ১টি, হাত ধোয়ার তরল রিফিল প্যাকেট সাবান ২টি, নারিকেল তেল ১
বোতল, চিরুনি ১ টি, তোয়ালে ১টি) বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া রেড ক্রিসেন্ট
ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাড: মকবুল হোসেন মুকুল অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম,
সুরুতজামান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া রেড ক্রিসেন্ট
ইউনিটের কার্যনির্বাহী সদস্য মিসেস এলিজা ইয়াছমিন কেয়া, আলী
এখতিয়ার তালুকদার তাজু ও আবু ওবায়েদ মোঃ বাকি, পাকুল্লা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান,
এনডিআরটি সদস্য বিশাল কুমার গুপ্ত, এনডিআরটি সদস্য মো: মাহফুজুল হক
মিলন, যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের যুব প্রধান আসিফ উর রহমান সহ যুব ও
স্বেচ্ছাসেবকবৃন্দ উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ