শেরপুর পৌরসভা নির্বাচনী প্রচার প্রচারণা জমজমাট

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। বুধবার বিকাল থেকে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করে। এর আগে বগুড়ায় শেরপুর পৌরসভায় প্রতিদ্বন্দ্বি ৫০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নিবার্চনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে প্রতীক বরাদ্দের পর শেরপুরে ৯টি ওয়ার্ডে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী স্বাধীন কুমার কুন্ডু, জগ মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জানে আলম খোকা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতীকের প্রার্থী এমরান কামাল ইমরানের পোষ্টার মাইকিং সহ গণসংযোগ শুরু হয়েছে। এছাড়া ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছেন।

আগামী ১৬ জানুয়ারী শনিবার শেরপুর পৌরসভার সাধারণ নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১