শিবগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি জবর দখলের চেষ্টা থানায় অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে প্রতিবন্ধী পরিবারের ৮৪ শতক জমি
জোর পূর্বক দখল করে ভোগ দখল করছে প্রতিপক্ষ। এব্যাপারে থানায় অভিযোগ করেও
কোন ফল পাচ্ছেনা ভূক্তভোগী পরিবারের লোকজন। অভিযোগ সূত্রে জানাযায় শিবগঞ্জ
উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মোজাম্মেল হক ১৯৮৯ সালে নিলজ বরণী মজুমদারের
কাছ থেকে ৮৪ শতক জমি ক্রয় করে তার ছেলে শহিদুল ইসলাম এর নামে। সহিদুল এর
পরিবারের ৭ ভাই বোনের মধ্যে ৪ জন প্রতিবন্ধী হওয়ায় ২০১৫ সালে খোদ্দশোকরা
গ্রামের বাবুল মিয়া ও মোজাফ্ধসঢ়;ফরের নিকট উক্ত জমি বর্গা রাখে। বর্গা রাখার পর ২/৩
বছর সুষ্ঠ ভাবে ধান, আলু প্রদান করলেও পরবর্তীতে তারা জমির ফসল শহিদুল কে দেয় না।
পরে শহিদুল তার জমিটি দখলে নিতে চাইলে বিবাদী বাবুল ও মোজাফ্ধসঢ়;ফর জমিটি দখলে
দেয় না এবং জমিতে গেলে প্রাণ নাশে হুমকি ধামকি প্রদান করে। গত ২দিন আগে
ভুক্তভোগী পরিবার জমিতে গেলে বিবাদীগণ বহিরাগত সন্ত্রাসীদ্বারা তাদেরকে
লাঠিসোটা নিয়ে মারার জন্য তেরে আসে। ভুক্তভোগী পরিবারের লোকজন প্রতিবন্ধী
হওয়ায় প্রাণে ভয়ে চলে আসে। এব্যাপারে ভুক্তভোগী পরিবার থানায় বেশ কয়েবার
অভিযোগ করেও কোন ফলাফল না পেয়ে বিচারের আশায় তারা দারে দারে ঘুরছে।
এব্যাপারে শিবগঞ্জ থানা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন এর সাথে কথা
বললে তিনি জানায় তাদের এব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি উভয় পক্ষকে নিয়ে
বিষয়টি আপোশ মিমাংসা করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১