বগুড়া জেলা জজ কর্তৃক আইনজীবীদের সাথে অসৌজন্যমুলক আচরণের প্রতিবাদে মানববন্ধন

প্রেস রিলিজ : বীর মুক্তিযাদ্ধা ও বাংলাদেশ বার কাউন্ডিলের সদস্য এ্যাডঃ রেজাউল করিম মন্টুকে দুর্নীতি পরায়ন জেলা জজ নরেশ চন্দ্র সরকার কর্তৃক অসৌজন্যমুলক আচরণের প্রেক্ষিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় কোর্টের সামনের রাস্তায় বগুড়া বার সমিতির সকল বিজ্ঞ আইনজীবীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এ্যাড. এসএম সাইদ আখতার পপি, বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ ওয়াজেদুর রহমান ওয়াজেদ, এ্যাডঃ সফিকুল ইসলাম নাফরু, এ্যাডঃ সাহাদত হোসেন, এ্যাডঃ মোস্তফা কামাল প্রিন্স, এ্যাডঃ জাহেদুল ইসলাম বাচ্চু, এ্যাডঃ রফিকুল ইসলাম, এ্যাডঃ শাহরিয়ার ফাহিম, এ্যাড, সোহাগ, এ্যাড, সৌরভ, এ্যাড, আতিক প্রমুখ।
বক্তারা বলেন, বগুড়া জেলা জজ নরেশ চন্দ্র সরকার আইনজীবীদের সাথে অসৌজন্যমুলক আচরন করেন। এজন্য জেলা জজের অতিসত্বর প্রত্যাহার দাবী জানান তারা।
এর আগে বৃহস্পতিবার বগুড়া বার সমিতির তলবি সভায় জেলঅ জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা জজ বদলী না হওয়া পর্যন্ত লাগাতার আদালত বর্জন চালিয়ে যাবেন বলে ঘোষনা দেয়া হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১