বগুড়ায় ৯ দফা দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর বিক্ষোভ মিছিল

মুনাফালোভী বাজার সিন্ডিকেট ভেঙে ফেলা, শ্রমিকদের  রেশন, আবাসন, চিকিৎসার জন্য বাজেটে বিশেষ বরাদ্দসহ ৯ দফা দাবি বাস্তবায়নে বগুড়ায় মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে সংগঠনটির জেলা শাখা।

অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা কমিটির সভাপতি সাইফুজ্জামান টুটুল। এতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র দাস মনো, সাংগঠনিক সম্পাদক  আবু রায়হান, দপ্তর সম্পাদক শ্যামল বর্মন,  প্রচার সম্পাদক সানোয়ার বাবুসহ আরো অনেকে।

বক্তব্যে সাইফুল ইসলাম টুটুল বলেন, ‘বিগত দুই বছরের করোনা পরিস্থিতিতে দেশের ৬ কোটি ৩৫ লাখ শ্রমিকের জীবনের সমস্যাগুলোকে প্রকট করে তুলেছে। খাদ্য, ওষুধের মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া, গাড়ি ভাড়া, সন্তানের শিক্ষার খরচ বৃদ্ধি, শ্রমজীবীদের জীবনে বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতা কমে গেলে তা অর্থনীতিতেও বিরুপ প্রভাব সৃষ্টি করবে। তাই শ্রমজীবী মানুষ এবং বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের স্বার্থে আমরা মনে করি শ্রমজীবীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আসন্ন ২০২২-২৩  অর্থবছরের বাজেটে শ্রমজীবীদের  রেশন, আবাসন, চিকিৎসার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ, কর্মজীবী নারীদের শ্রমঘন এলাকায় হোস্টেল নির্মাণ এবং বয়স্ক শ্রমিকদের জন্য পেনশন প্রথা চালুসহ স্কপের ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এতে দেশের অর্থনীতি গতিশীল হবে।’

মাসুদ পারভেজ বলেন, ‘করোনা মহামারীকালে মানুষ চাকরি হারিয়েছেন, আয় কমেছে; এমন অবস্থায় আকাশচুম্বী দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে এসেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ। শুধু তা-ই নয়, মুনাফালোভী বাজার সিন্ডিকেটকে প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার।’

তিনি আরও বলেন, ‘শ্রমজীবী সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার করা, মুনাফাখোর সিন্ডিকেট ভেঙে ফেলা, মজুমদার, আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, টিসিবি’র পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ওএমএস’র বিক্রি সম্প্রসারিত করা, গ্রাম-শহরের শ্রমজীবী জনগণের জন্য আর্মি রেটে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।’

সমাবেশে আয় বৈষম্য কমিয়ে একটি দীর্ঘস্থায়ী স্থীতিশীল শিল্প সম্পর্ক গড়ে তোলার জন্য জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ স্কপের ৯ দফা বাস্তবায়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান বক্তারা।-খবর বিজ্ঞপ্তী

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১