জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত ৬০

বগুড়া নিউজ ২৪ঃ জার্মানির দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩ জুন) আঞ্চলিক ট্রেনটি বাভারিয়ার গার্মিশ-পার্টেনকিরচেন থেকে মিউনিখের দিকে যাওয়ার সময় লাইনচ্যুত হয়।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, বাভারিয়ান স্কি রিসর্টের উত্তরে বিধ্বস্ত হওয়ার সময় দোতলা ট্রেনটি যাত্রীতে প্রায় ভর্তি ছিল। দুর্ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে কয়েকজন শিক্ষার্থীও ছিল।

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্রেনের বগি পাহাড় থেকে নিচে গড়িয়ে গাছের ডালে আটকে গেছে। আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতেও দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিতদের জন্য জরুরি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং রেললাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০