রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড

বগুড়া নিউজ ২৪ঃ বোলিংয়ে শেষ দিনে অসাধারণ কিছু করে দেখাতে পারল না ভারত। আগের দিন গড়া মঞ্চে সেঞ্চুরির উৎসবে মাতলেন জো রুট। জনি বেয়ারস্টো গড়লেন ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি। তাদের রেকর্ড জুটিতে অসাধারণ রান তাড়ায় অনায়াস জয়ে সিরিজ শেষ করল ইংল্যান্ড।

এজবাস্টন টেস্টে মঙ্গলবার ইংল্যান্ড জিতল ৭ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজ শেষ হলো ২-২ সমতায়।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি অষ্টম সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। বিশাল এই রান তাড়া করতে জো রুট এবং জনি বেয়ারস্টো ওয়ানডের মতো ব্যাটিং করেছেন।

টেস্ট নেতৃত্ব ছেড়ে দেওয়া রুট খেলেছেন ১৭৩ বলে হার না মানা ১৪২ রানের ইনিংস। ১৯টি চার এবং একটি ছক্কা মেরেছেন তিনি। বেয়ারস্টো ১৪৫ বলে ১৫ চার ও এক ছক্কায় ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন।

অথচ ম্যাচটা ভারতের হাতের মুঠোয় ছিল। গত বছর পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে থাকায় এবার ড্র করলেই ঐতিহাসিক সিরিজ জয়; এমন ম্যাচে প্রথম ইনিংসে তুলেছিল ৪১৮ রান। ব্যাট হাতে ঋষভ পান্ত (১১১ বলে ১৪৬) এবং রবিন্দ্র জাদেজা (১৯৪ বলে ১০৪) দলকে নেতৃত্ব দেন।

জবাব দিতে নেমে ইংল্যান্ড ২৮৪ রানে অলআউট হয়ে যান। জনি বেয়ারস্টো ১০৪ রানের ইনিংস খেলেন। জো রুট (৩১) ও স্যাম বিলিংস তার সঙ্গে জুটি গড়ার চেষ্টা করে ব্যর্থ হন। বুমরাহ শুরুর তিন এবং মোহাম্মদ সিরাজ শেষ দিকের চার উইকেট নিয়ে দলকে ১৩২ রানের লিড এনে দেন।

জিততে আর কী লাগে? বেন স্টোকস প্রমাণ করলেও দলটা যখন তার আরও অনেক কিছুই লাগে! তা না হলে সহজ হয়ে ওঠা উইকেটে ভারত দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়! তাও আবার চেতেশ্বর পূজারার ১৬৮ বলে ৬৬ রানের দৃঢ়তার পর।

কিন্তু অন্যরা ওই দৃঢ়তার ফল ঘরে তুলতে পারেনি। ঋষভ পান্ত কেবল ৫৭ করেছিলেন। বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার ব্যর্থ হয়েছেন। বড় রানের লক্ষ্যে নেমে ঘাবড়ে যায়নি ইংল্যান্ড। বরং দুই ওপেনার অ্যালেক্স লিস (৬৫ বলে ৫৬) এবং জ্যাক ক্রলি (৭৬ বলে ৪৬) ঝাণ্ডা উচিয়ে ধরেন। পরে দ্রুত তিন উইকেট পড়লেও ২৬৯ রানের জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন রুট-বেয়ারস্টো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ