শ্রীলঙ্কায় শান্তি বজায় রাখার আহ্বান প্রতিরক্ষাপ্রধানের

বগুড়া নিউজ ২৪ঃ  শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের বাসভবনে হামলা ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দেওয়ার ঘটনার পর দেশটির সেনাবাহিনী জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীকে আরও সহযোগিতা করার জন্যও আহ্বান জানিয়েছে তারা। চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল শাভেন্দ্র সিলভা এ আহ্বান জানান বলে জানা গেছে।

এক বিবৃতি জারি করে তিনি বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের একটা সুযোগ তৈরি হয়েছে।

বিবৃতিতে প্রধানমন্ত্রী ও রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত আবাসিক ভবনে আগুন দেওয়ার ঘটনার কথাও উল্লেখ করা হয়।

এ ঘটনার পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। শনিবার ( ৯ জুলাই) সারাদিন বিশৃঙ্খলা ও সহিংসতার মধ্যে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে বুধবার পদত্যাগ করবেন এমন ঘোষণা দেন। এরপর সেনাবাহিনীর তরফ থেকে এ আবেদন জানানো হলো। বর্তমান প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহেও পদত্যাগ করতে রাজি হয়েছেন বলে জানা যাচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ