বগুড়ায় তিন করাতকল মালিকের জরিমানা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সুমন জিহাদীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বগুড়া-নওগাঁ মহাসড়কের দু’ধারে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অবৈধ ভাবে কাঠের গুল রাখায় তিনটি করাতকল মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক ভাবে আদায় করেছেন। এ সময় থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। জরিমানা প্রদানকারী করাতকল মালিকরা হলেন- উপজেলা কাঁচাবাজার সংলগ্ন তারাপদ করাতকল মালিকের ১০ হাজার টাকা, আব্দুর রউফের মালিকানাধীন দু’টি করাতকলে ২০ হাজার টাকা, বন বিভাগ সংলগ্ন মোজাহারের করাতকলের ২ হাজার টাকা ও মান্টুর করাতকলের ৩ হাজার টাকা জরিমানা করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সুমন জিহাদী জানান, বগুড়া নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলা যানজট মুক্ত করতে সড়কের দু’ধারে অবৈধ দোকানপাট ও করাতকলের কাঠের গুল অপরসারণে অভিযান শুরু হয়েছে। তা আগামীতেও চলবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ