১৬৪ বছরের রেকর্ড ভাঙলো সিডনি

বগুড়া নিউজ ২৪ঃ অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনি। বৃহস্পতিবারের বৃষ্টিপাতে শহরটি ১৬৪ বছরের রেকর্ড ভেঙেছে। চলতি বছর শেষ হতে এখন ৮৬ দিন বাকি আছে কিন্তু এরই মধ্যে নতুন এক রেকর্ড গড়ল শহরটি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল পর্যন্ত ২ হাজার ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যদিও এই পরিমাণ বৃষ্টিপাত ১৮৫৮ সালে রেকর্ড করা হয়। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৯৫০ সালে। ওই বছর ২ হাজার ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এক সরকারি হিসেবে এ তথ্য উঠে এসেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশ চরম ঝুঁকিতে পড়েছে। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের এক তথ্যে বলা হয়েছে বুধবার স্থানীয় সময় মাত্র ৫ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু তাই নয় আগামী তিনদিন অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

সিডনিসহ আশেপাশের শহরে গত দুই বছর ভয়াবহ বন্যা হয়েছে। অন্যদিকে সতর্কতা জারি করা হয়েছে নিউ সাউথ ওয়েলসেও। এমন পরিস্থিতিতে রাজ্যের জরুরি পরিসেবা বিষয়ক মন্ত্রী স্টেফ কুক বলেছেন, আমাদের বাঁধগুলো অতিরিক্ত বৃষ্টির ফলে ঝুঁকির মধ্যে রয়েছে, এছাড়া নদীগুলো পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি অল্প পরিমাণও বৃষ্টি হয় তাহলে বন্যা ঠেকানোর কোনো উপায় থাকবে না। এদিকে বন্যা পরিস্থিতি ঠেকাতে নিউ সাউথ ওয়েলেসের সরকার সিডনির ওয়ারাগামবা ড্যামের উচ্চতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এ ড্যাম থেকে শহরের ৮০ শতাংশ পানি সরবরাহ করা হয়। তারপরও বন্যা পরিস্থিতি ঠেকাতে এ কাজ করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ