উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার পরদিন দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের মহড়া

বগুড়া নিউজ ২৪ঃ একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে এমন উত্তেজনার মধ্যেই মার্কিন পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী রোনাল্ড রিগ্যান এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজের মধ্যে শুক্রবার নতুন করে নৌ মহড়া শুরু হয়েছে। পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবিলায় মহড়া চালাচ্ছে মিত্র দেশ দুটি। কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে চলা মহড়া নিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বিবৃতিতে বলেন, মহড়ার লক্ষ্য হলো মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। এর আগে দু’দিনের মহড়ায় যুক্তরাষ্ট্র ও সিউলের ডেস্ট্রয়ারে এবং অন্যান্য যুদ্ধ জাহাজ অংশ নেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি উত্তর কোরিয়া যেকোনও উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকব। দুই দেশের নৌ মহড়ার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে প্রতিক্রিয়া জানতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমান রণতরীর উপস্থিতি কোরীয় উপদ্বীপ এবং আশপাশের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। বৃহস্পতিবার ১২ দিনে সপ্তম স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও চলতি বছরে এ নিয়ে ৪০ বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া কোনো পূর্ব-সতর্কতা বা পরামর্শ ছাড়া অন্য দেশের দিকে বা তার ভূখণ্ডের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। তারপরও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশটি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ