ঘাসের ডগার শিশির বিন্দুতে শীতের আগমনী বার্তা

মমিন রশীদ শাইন ঃ ষড়্র্ঋতুর দেশে  ঋতু বৈচিত্রে প্রকৃতিতে এখন বর্ষা পেরিয়ে শরৎকাল। স্নিগ্ধতার এ শরৎকালকে বলা হয় ঋতুর রানী। বাংলা পঞ্জিকা অনুয়ায়ী আজ রবিবার ২৬শে আশ্বিন। সেই অনুয়ায়ী শরতের মাসের শেষদিক। এরপর হেমন্তের দুই মাস পর শুরু হবে শীতকাল।

বগুড়ার শাজাহানপুরে  এরই মধ্যে সকাল-সন্ধ্যায় ধান, ঘাস ও লতাপাতার কচি ডগার শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনীবার্তা । এখন সূর্য পূর্বদিকে লাল আভা দৃষ্টিগোচর হওয়ার পর হালকা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। আবার ভোরবেলা পড়তে শুরু করেছে হালকা কুয়াশা।

তবে এখনও দিনের বেলায় সূর্য বেশ উত্তাপ ছড়াচ্ছে। আবার মাঝে মধ্যে দেখা মিলছে হালকা বৃষ্টির। এই বৃষ্টি যেন প্রকৃতিতে ডেকে আনছে শীত।

সাবরুল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মনোয়ার তালুকদার বলেন, ষড়ঋতুর এই দেশে পৌষ ও মাঘ শীতকাল হলেও কোন কোন বছর শরৎ-হেমন্তেই শীত শুরু হয়। একটি কথার প্রচলন আছে আশ্বিন গা করে শিনশিন। এখন মধ্যরাত থেকে একটু একটু শীত অনুভুত হচ্ছে।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ