বগুড়ায় অর্থ আত্বসাৎ মামলায় রিয়েল এস্টেট সভাপতি আনোয়ারুল করিম দুলাল কারাগারে

কোর্ট রিপোর্টারঃ অর্থ আত্মসাৎ মামলায় বগুড়া রিয়েল এস্টেট এসোসিয়েশন সভাপতি ও ট্রপিকাল বিল্ডিং টেকনোলজি এর সাবেক পরিচালক মোঃ আনোয়ারুল করিম দুলাল এর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে জেলা বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রবিউল আউয়াল উভয়পক্ষের জামিন শুনানী শেষে এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ০১/০৩/২০২২ তারিখে বগুড়া রিয়েল এস্টেটের সভাপতি মোঃ আনোয়ারুল করিম দুলাল ট্রপিক্যাল বিল্ডিং টেকনোলজিস লিমিটেড এর পক্ষে বগুড়া জ্বলেশ্বরীতলায় উক্ত কোম্পানীর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনরত অবস্থায় বিভিন্ন সময় ৪৩,৮৭,৯৩৫/- টাকা অর্থ আত্মসাৎ করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গত ১ মার্চ ২০২২ তারিখে প্রতিষ্ঠানের মহা ব্যবস্থাপক ফাহাদ আল রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার জিআর নং ২১৫/২০২২( সদর)। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এস আই জাকির আল আহসান ২২ মে মামলার একমাত্র আসামী আনোয়ারুল করিম দুলালকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। এ ব্যাপারে আসামী আদালতে কোন পদক্ষেপ না নেয়ায় ২৩ আগস্ট ২২ তারিখ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করেন। উক্ত মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন আনোয়ারুল করিম দুলাল। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে বিজ্ঞ আদালত তাঁর জামিন আবেদন না মঞ্জুর করেন। পরবর্তীতে তাঁকে জেল হাজতে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটির পক্ষে শুনানী করেন এপিপি সিরাজুল ইসলাম, বাদীর নিযুক্ত আইনজীবী অ্যাডঃ ফেরদৌসী আক্তার রুনা। আসামীপক্ষে ছিলেন, অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ