৯৯৯-এ ফোন, বগুড়ায় আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ৬

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩ নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

এরআগে দুপুর ৩ টার দিকে শহরের মাটিডালি বিমানমোড় এলাকার টাইমস্ স্কয়ার ও ড্রীম প্যালেস আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম।

বগুড়া সদর থানা পুলিশ সূত্র জানায়, জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এ খবর আসে মাটিডালির টাইমস্ স্কয়ার ও ড্রীম প্যালেস নামের দুইটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। এরপর সেখানে অভিযান চালানো হয়।  এসময় ৩ জন নারীসহ ৬ জনকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবার বয়স ১৯ থেকে ২৯ বছরের মধ্যে। তাদের বাড়ি বগুড়া ও গাইবান্ধা জেলায়।

সদর থানা পুলিশের এসআই আব্দুর রহিম জানান, গ্রেপ্তার হওয়া সবার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ