অবৈধ ও স্বৈরাচার এ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে-এ্যাড. সাইফুল

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম বলেন, ‘এই সরকারের আর দেশ শাসনের কোনো অধিকার নেই। ভালোয় ভালোয় পদত্যাগ করে সরে পড়ুন। নইলে দেশের মানুষ জানে কিভাবে সরাতে হয়। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। পৃথিবীর সব স্বৈরশাসককে জনগণের ধিক্কার নিয়ে বিদায় নিতে হয়েছে। অবৈধ ও স্বৈরাচার এ সরকারেরও বিদায় ঘণ্টা বেজে উঠেছে। তাদেরও জনগণের চরম ধিক্কার নিয়ে বিদায় নিতে হবে। ‘দেশব্যাপী পুলিশের ধরপাকড়, অবৈধ শাসক দলের হামলা-মামলা, জুলুম-নির্যাতন ও গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিনসহ দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন এমপি। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, মিসেস লাভলী রহমান, বিএনপি নেতা ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, আহসানুল হক তৈয়ব জাকির, ডা: মামুনুর রশিদ মিঠু, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরীর হিরু, কে এম খাইরুল বাশার, মাফতুন আহমেদ খান রুবেল, মোরশেদ মিল্টন, শহীদ উন নবী সালাম, শেখ তাউদ্দিন নাহিন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বাযয়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, আরাফাত রহমান সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমি, সিনিয়র যুগ্ন আহবায় হারুনুর রশিদ সুজন, সদস্য সচিব আদিল শাহরিয়র গোর্কি প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ