সিরাজগঞ্জ যমুনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার ৩ জেলকে জরিমানা

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ মা ইলিশ সংরক্ষণ অভিযান – ২০২২ এর ১৪ তম দিনে যুমনানদীর সিরাজগঞ্জ সদর অংশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার কালে ৩ জেলেকে হাতনাতে আটক করে জরিমানা করা সহ অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোর ৪.৩০ ঘটিকা হতে সকাল ১০.৩০ ঘটিকা পর্যন্ত যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নৌ-পুলিশ সিরাজগঞ্জ সহযোগে অভিযান পরিচালনা করেন।

এসময়ে ওই ৩ জেলেকে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সহ আটক করা হয়।
পরবর্তীতে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট জনাব এস. এম রকিবুল হাসান মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জনকে ১৫০০ টাকা জরিমানা করেন।
এসময় আটককৃত ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারি মোঃ গোলাম রাব্বী, লিফ মোঃ আঃ লতিফ এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ আরফুল ইসলাম ও তাঁর টিম।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ