বগুড়া সেনাবাহিনীর কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত

‘সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২২’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার ১১ পদাতিক ডিভিশন সদর দফতরের তত্ত্বাবধানে বগুড়া সেনানিবাসে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এই প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন তথা চট্টগ্রাম এরিয়া দল চ্যাম্পিয়ন এবং রামু এরিয়া (১০ পদাতিক ডিভিশন) দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সকল দলের খেলোয়াড় ছাড়াও বগুড়া এরিয়ায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ