বলসোনারোকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

বগুড়া নিউজ ২৪ঃ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত জয়ী হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা।

বিবিসি জানিয়েছে, শেষ ধাপের ভোট গণনার পর দেখা গেছে লুলা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট। আর বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট।

এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ছিল। তবে নির্বাচনে জিতে তিনি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েছিলেন।

বলসোনারোর সমালোচকেরা তার বিরদ্ধে করোনা মহামারির সময় অব্যবস্থাপনা এবং আমাজন বন উজাড় করার অভিযোগের কথা বলে আসছেন।

প্রসঙ্গত, ২ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোটে লুলা পেয়েছিলেন ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। আর বলসোনারো পেয়েছিলেন ৪৩ দশমিক ৩ শতাংশ। তবে নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ