কম্বোডিয়ার মন্দির সংস্কার করে দেবে ভারত

কম্বোডিয়ায় বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দিরের সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এক সম্মেলনে এ কথা জানিয়েছেন।  সমাজ ও দেশ গঠনে মন্দিরের ভূমিকা কী- এমন এক আলোচনা সভায় যোগ দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

জয়শংকর বলেন, ‘ভারত ছাড়াও একাধিক দেশে মন্দির রয়েছে। উপমহাদেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্তে মন্দির দেখতে পাওয়া যায়। উপরাষ্ট্রপতির সঙ্গে আমি কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দির দেখতে গিয়েছিলাম। আজ আমরা সেই ঐতিহাসিক মন্দির সংরক্ষণের কাজ শুরু করেছি। বিদেশের মন্দিরের জন্যও ভারতের তরফ থেকে অবদান রাখা হচ্ছে, তার কারণ ভারতীয় সভ্যতার প্রভাব পড়েছে সারা বিশ্বে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় সভ্যতার প্রভাব শুধু দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। গোটা উপমহাদেশ, তার বাইরেও ছড়িয়ে রয়েছে প্রাচীন ভারতীয় সভ্যতার নিদর্শন। সেই জন্যই বিশ্বের বৃহত্তম মন্দিরের সংস্কার করতে চলেছে ভারত। আঙ্কোরভাটের পাশাপাশি নেপালে মন্দির গড়ে তুলতেও বিপুল আর্থিক সাহায্য করেছে ভারত। সংযুক্ত আরব আমিরাতেও বিশাল মন্দির স্থাপন করছে ভারত।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১