বগুড়ায় যথাযথ মর্যাদায় শুভ বড়দিন পালন

বগুড়ায় যথাযথ মর্যাদায় খ্রীষ্টান ধর্মাবলম্বীরা শুভ বড়দিন পালন করে। গতকাল রোববার বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর উপাসনালয়ে ধর্মীয় গান, ত্রাণকর্তা যিশু এ পৃথিবীতে কিভাবে জন্ম নিয়েছিলেন এ বিষয়ে আলোচনা হয়। বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডী এতে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ^ ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করবে এই উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে মানবজাতি পাপ ও ঘৃণার পথ থেকে মমতা, ভালোবাসা ও ক্ষমাশীলতার পথে ফেরানো সম্ভব। প্রভূ যিশু বঞ্চিত-লাঞ্চিত মানুষকে দিয়েছেন বাঁচার অনুপ্রেরনা। বড় দিনের অনুষ্ঠানে অংশ নেয় ব্যবসায়ী হাফিজুর রহমান জাকী, বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সাধারণ সম্পাদক আশের মাইকেল বেসরা, কোষাধ্যক্ষ টোনাম সরকার, চার্চ কাউন্সিলার ছবি বিশ্বাস, বিথিকা বিশ্বাস, জর্জেট বুলবুল ব্যাপারি, মহিলা কনভেনর মার্গারেট বন্দনা জুঁইসহ চার্চ কাউন্সিলরবৃন্দ ও সর্বস্তরের খ্রীষ্টভক্তগণ।
বড়দিনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন পালক গিলবার্ট মৃধা ও সমাপনী ধ্যানপর্ব পরিচালনা করেন প্রাক্তন পালক মি. সৌরভ বিশ্বাস।
বক্তারা আলোচনায় বলেন যিশু খ্রীষ্টের জন্ম হয়েছিল আমাদের মানবজাতির কল্যাণের জন্য। তাঁর জন্মের ঘটনা ছিল খুবই অসাধারণ। এক হাড় কাঁপানো শীতের রাতে এক গোশালার যাব পাত্রে নিদারুন দীনবেশে তিনি মানব হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এসেছিলেন সাধারণ মানুষের মুক্তিদাতা হিসেবে। আলোচনা শেষে প্রভূ যিশু খ্রিষ্টের জন্মদিনের কেক কাটা হয়। পরে ধর্মীয় গানে গানে আনন্দ উল্লাসে মুখরিত হয় গোটা উপাসনালয় প্রাঙ্গণ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১