গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে রিট

বগুড়া নিউজ ২৪ঃ পুনঃতফশিল না দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট করেন।

রিটে গত ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশনের পাঠানো চিঠির বৈধতা চ্যালেঞ্জ ও এর কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল জারিরও আর্জি জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, গাইবান্ধার ডিসি, জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফশিল ঘোষণা করতে হবে। এটি না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে আবারও তফশিল ঘোষণা করতে হবে। অথচ এখানে পুনরায় তফশিল ঘোষণা না করে নির্বাচন কমিশন ২৬ ডিসেম্বর একটি পত্র দিয়ে আগামী ৪ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যা সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। এটি আরপিও ১৯৭২-এর লঙ্ঘন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের দিন বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটে। পরে নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ ঘোষণা করে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১