মমতাকে ভারতরত্ন দেওয়ার দাবি

বগুড়া নিউজ ২৪ঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন এক তৃণমূল নেতা। শনিবার এক সভায় এমন দাবি তোলেন তৃণমূলের বনগাঁ জেলা সাংগঠনিক সভাপতি বিশ্বজিৎ দাস।

বিশ্বজিৎ দাস বলেন, মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুফল মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারও এই প্রকল্পগুলোকে অনুসরণ করছেন। সারা পৃথিবীতে এই প্রকল্পগুলি সমাদৃত হচ্ছে। তাই এই সভামঞ্চ থেকে আমি দাবি করছি, মুখ্যমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া হোক।

সভায় আরও উপস্থিত ছিলেন- পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বিধায়ক নারায়ণ গোস্বামী, বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরসহ অনেকে।

স্নেহাশীষ বলেন, সিএএ উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি হয়নি। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিএএ প্রয়োগ করতে পারবে না।

তিনি আরও বলেন, মমতা সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছেন। প্রশাসন নিয়ে সরকারকে গ্রামেগঞ্জে পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ