বগুড়ায় পুলিশের অভিযানে ২১০ চাকু উদ্ধার

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় সাত দিনের ব্যবধানে তুচ্ছ ঘটনায় নয়জন ছুরিকাহত হয়েছে। এর জেরে শহরের কাঁঠালতলা চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে মোট ২১০টি চাকু উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই অভিযান চালায় পুলিশ। এ সময় ইদ্রিস মার্কেটের নুরুল স্টোর থেকে ১২০টি ও চুরিপট্টি মার্কেটের দাদা ভাই স্টোর থেকে ৯০টিসহ মোট ২১০টি চাকু উদ্ধার করা হয়। এরপর ওই দুই দোকানিকে এ ধরনের চাকু বিক্রি বন্ধের নির্দেশ দেয় পুলিশ।

তবে দোকানদারদের দাবি, জব্দ করা চাকুগুলো বাসাবাড়ির কাজেই ব্যবহার হয়ে থাকে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, উদ্ধার করা চাকু দিয়ে বর্তমানে শহরে নানা রকম অপরাধ সংগঠিত হচ্ছে। এসব চাকু সহজলভ্য হওয়ায় কিশোররাও এগুলো কিনে অপরাধে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বগুড়া শহরের হকার্স মার্কেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কা লাগার জেরে পাঁচজনকে ছুরিকাহত হন। এমনিভাবে ১৪ ফেব্রুয়ারি শহরের বিভিন্ন স্থানে তুচ্ছ ঘটনায় আরো চারজন ছুরিকাহত হন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮