ঢাকার ৯০ ভাগ হিজড়াই নকল: পুলিশ

বগুড়া নিউজ ২৪ঃ দুই সন্তানের জনক, আপাদমস্তক সুস্থ-অথচ বেশ ধারণ করেন হিজড়ার। রাজধানীর সড়ক, দোকানপাট ও বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছে এরা। অনেক সময় ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। যাত্রাবাড়ি থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে নকল হিজড়া চক্রের ছয় জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদেরকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, রাজধানীর ৯০ ভাগ হিজড়াই নকল। হিজড়ার বেশ ধরলেও এরা সবাই সুস্থ। পরিবার নিয়ে থাকেন ঢাকাতেই। অথচ হিজড়া সেজে রাস্তায় চাঁদাবাজি করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, যাত্রাবাড়ী থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে শুক্রবার নকল হিজড়া চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। চক্রটির প্রধান কাজল ওরফে সজনি হিজড়া। তার আসল নাম সোহাগ। তিনি বলেন, দুই সন্তানের জনক সোহাগের রয়েছে সাত থেকে আটজনের চক্র। তারা চাঁদাবাজিসহ মানুষকে নানাভাবে ব্ল্যাকমেইল করে আসছিলেন। শুধু চাঁদাবাজি নয়, অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমেও লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কাজল ওরফে সজনি হিজড়া চক্রের বিরুদ্ধে। আর এসব টাকা চড়া সুদে খাটানোরও প্রমাণ পেয়েছে গোয়েন্দারা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮