সাবেক এমপি নুরুল ইসলাম আর নেই

বগুড়া নিউজ ২৪ঃ জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম খান আর নেই। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় জনতা পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়ক আকলিছ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন দফা জানাজা শেষে পৈতৃক বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামে পারিবারিক গোরস্থানে রাত সাড়ে ৮টায় তাকে দাফন করা হবে।

আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নুরুল ইসলাম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এশার নামাজের পর বিশ্বনাথ সদর উপজেলার আলিয়া মাদরাসা মসজিদ প্রাঙ্গণে। এরপর তৃতীয় জানাজা বিশ্বনাথে তার নিজের বাড়ি শ্রীধরপুর গ্রামে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

নুরুল ইসলাম খানের গ্রামের বাড়ি বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে। তবে তিনি সিলেট নগরের আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন।

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল ইসলাম। এরপর ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮