বগুড়ার বাজারে বেড়েই চলেছে মাছ মাংস ও মুরগীর দাম   

মমিনুর রশীদ শাইন বগুড়া : বগুড়ার বাজারে গরু ও খাসির মাংসের দাম বেড়েছে, বেড়েছে মাছের দাম সেইসঙ্গে বেড়েছে মুরগির দাম। অন্য সব পণ্যের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে বগুড়া ফতেহ আলী বাজার ঘুরে এমনটিই জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বাজারে গরুর মাংস বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ৭০০ টাকা। এক সপ্তাহ আগেও গরুর মাংস বিক্রি হতো ৬৫০ টাকায়।  বাজারে খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯শ টাকা দরে। আগে বিক্রি হতো ৮শত টাকায়।

মাংসবিক্রেতা কামাল বলেন, খামারির খরচ বেড়েছে, বাড়তি দামে গরু কিনে সেই দাম মেটাতেই বাড়াতে হচ্ছে মাংসের দাম।

বাজারে আবারো দাম বেড়েছে মুরগির, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকা দরে। গত সপ্তাহে ছিল ২০০ টাকা।   সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। দুই সপ্তাহ আগে সোনালি মুরগির কেজি ছিল ৩০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩১০ টাকা। গত সপ্তাহে লেয়ার মুরগির কেজি ছিল ২৮০ টাকা।

বগুড়ার ফতেহ আলী বাজারের  মুরগি বিক্রেতা মো. রানা বলেন, ফের মুরগির দাম বেড়েছে, ব্রয়লার ও সোনালি মুরগির দাম বাড়তি। রোজার আগ পর্যন্ত মুরগির দাম বাড়তি থাকতে পারে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে ফুলকপি ৩০  টাকা, শসা প্রতি কেজি ২০ টাকা, বেগুন প্রতি কেজি ৪০ টাকা, টমেটো ৩০ টাকা, শিম প্রতি কেজি  ৬০ টাকা, করলা ১২০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।  লাউ ৩০ টাকা কেজি, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৮০ টাকা, কচুর লতি ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, বরবটি ১২০ টাকা ও ধুন্দুল  ৬০ টাকায় বিক্রি হচ্ছে।  কমেছে কাঁচামরিচের দাম। বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। দুই সপ্তাহ আগে কাঁচামরিচের কেজি ছিল ১২০ টাকা।  কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

ফতেহআলী বাজারের সবজি বিক্রেতা মো. বাবু বলেন, দুই-একটি সবজির দাম বাড়তি আছে, অন্য সবজির দাম তেমন বাড়েনি।   আগের দামেই পেঁয়াজ বিক্রি হচ্ছে, কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। বড় রসুনের কেজি ১২০ টাকা। ছোট রসুনের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। বাজারে আদার কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। বাজারে খোলা চিনি প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকা। খোলা আটার কেজি ৬০ টাকা। প্যাকেট আটার কেজি ৬৫ টাকা। দুই কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

দেশি মসুরের ডালের কেজি ১৪০ টাকা। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০ থেকে ১২৫ টাকা। সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকায়। লবণের কেজি ৩৮ থেকে ৪০ টাকা।

বগুড়ার বাজারে ডিম বিক্রেতা মো. মাসুদ বলেন, ফার্মের মুরগির ডিমের একটু দাম কমেছে, ডিমের হালি  বিক্রি হচ্ছে ৪২ টাকায়। হাঁসের ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ