স্বাধীনতার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু জাতিকে মুক্তির সংগ্রামে  উজ্জীবিত করেছিলেন  –  মজিবর রহমান মজনু 

বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণার করে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে দেশের মুক্তিসংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির স্বাধীনতার মূলমন্ত্র। মহান মুক্তি সংগ্রামের পথে উজ্জীবিত করেছিল এদেশের সকল শ্রেণী-পেশার মানুষকে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী  যুদ্ধের পর অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।স্বাধীনতার জন্য ৩০লক্ষ মানুষকে আত্মোৎসর্গ করতে হয়েছে।  এই বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । মজনু আরো বলেন ১৯৭১ সালের ২৫ শে মার্চ কাল রাত্রে এদেশের ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। শুরু করে ইতিহাসের জঘন্যতম গণহত্যা। আমরা আজও এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। স্বাধীনতা পৃথিবীর যে কোন জাতির জন্য একটি বড় অর্জন। ৩০লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র উপহার দিয়েছেন।  বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা ও শান্তির প্রতীক।
তিনি আজ ২৬ মার্চ (রবিবার) জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন, বঙ্গবন্ধু এই জাতির শ্রেষ্ঠ সন্তান , বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয় দল-মত-নির্বিশেষে সকলেরই উচিত জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।নতুন প্রজন্মের মাঝে চিরন্তন সত্যের এই জাগরণ সৃষ্টি করা আমাদের সকলের বড় দায়িত্ব হওয়া উচিত।আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন টি জামান নিকেতা, এডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, এডভোকেট আমানুল্লাহ,প্রদীপ  কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়,এডভোকেট তবিবুর রহমান তবি,  অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা,মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্তী, এস এম রুহুল মমিন তারিক,খালিকুজ্জামান রাজা, অধ্যক্ষ শামছুল আলম জয়, আবু সুফিয়ান শফিক, আবু ওবায়দুল্লাহ হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ, অধ্যক্ষ আহসানুল হক, সাইফুল ইসলাম বুলবুল, রুমানা আজিজ রিংকি, গৌতম কুমার দাস, আব্দুস সালাম, কামরুল মোর্শেদ আপেল, আলমগীর বাদশা, সাজিদুর রহমান শাহিন,আমিনুল ইসলাম ডাবলু, এডভোকেট লাইজিন আরা লিনা, মঞ্জুরুল হক মঞ্জু, রাকিব উদ্দীন সিজার, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা, আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল রাজী জুয়েল। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ