আদমদীঘিতে ৯ বীর নিবাসের চাবি হস্তান্তর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহারের ২য় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের নব নির্মিত ৯টি বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। গত রোববার (২৬ মার্চ) বিকেল ৫টায় আদমদীঘি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে এ সব বীর নিবাসের চাবি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার, সিনিয়র এএসপি নাজরান রউ, সহকারি কমিশনার (ভুমি) মনিরা সুলতানা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, অফিসার ইনচার্জ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবর্গ। একটি েেগষ্ট রুম, ২টি বেড রুম, ২টি টয়লেট, ১টি কিচেন ও ১টি ডাইনিং রুমসহ বীর নিবাস নির্মারে ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। ৩য় পর্যায়ের আরো ৩২টি বীর নির্বাস নির্মানাধিন রয়েছে বলে প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ