নথি ফাঁস মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে : যুক্তরাষ্ট্র

বগুড়া নিউজ ২৪ঃ খুবই স্পর্শকাতর মার্কিন নথিপত্র ফাঁস দেশটির জাতীয় নিরাপত্তার জন্যে গুরুতর ঝুঁকি তৈরি করছে। এসব নথির অধিকাংশই ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত। পেন্টাগণ সোমবার এ কথা বলেছে।

নথিপত্র ফাঁসের বিষয়টি বিচার বিভাগ তদন্ত করছে। মনে করা হচ্ছে এসব নথিতে ইউক্রেন যুদ্ধের গোপন তথ্যসহ মার্কিন মিত্রদের স্পর্শকাতর বিশ্লেষণাবলি রয়েছে। আমেরিকান কর্মকর্তারা এখন তাদের আশ^স্ত করার চেষ্টা করছে।

সম্প্রতি টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ডসহ অন্যান্য সাইটে মার্কিন গোপন নথির কয়েক ডজন ছবি দেখা গেছে। কয়েক সপ্তাহ ধরে সামাজিক প্ল্যাটফর্মে গোপন নথির দেখা মিললেও কেবলমাত্র গত সপ্তাহ থেকে এসব মিডিয়ার মনোযোগ কাড়ে।

প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা ক্রিস মেঘের এসবের সত্যতা নিশ্চিত না করেই বলেছেন, অনলাইনে প্রকাশিত নথিগুলো জাতীয় নিরাপত্তার জন্যে মারাত্মক ঝুঁকি ও ভুল তথ্য ছড়ানোরও আশংকা তৈরি করছে।

সাংবাদিকদের তিনি বলেছেন, এটি কিভাবে ঘটল আমরা তা এখনো তদন্ত করছি। এ ধরনের তথ্য কীভাবে ও কাদের কাছে সরবরাহ করা হয়েছে তা নিবিড়ভাবে দেখা হচ্ছে।

প্রথমে দেখা গেলেও সাইটগুলোতে এখন আর অনেক নথি দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র এসব নথি সরাতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
মেঘের বলেন, প্রাথমিকভাবে ৬ই এপ্রিল সকালের আগ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে এ বিষয়ে জানানো হয়নি।ওইদিন নিউইয়র্ক টাইমস এ নথি ফাঁস নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি নির্দিষ্ট দিনের কথা উল্লেখ না করে সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে গত সপ্তাহের শেষ দিকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে আরও নথি প্রকাশ হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র এ আশঙ্কা করছে বলে কিরবি উল্লেখ করেন।
খবর এএফপি

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০