নওগাঁয় বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা

নওগাঁ প্রতিনিধিঃ বাঙালির প্রাণের উৎসব ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নতুন করে বছর শুরুর উন্মাদনার মধ্য দিয়ে নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জিলা স্কুল চত্বর থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়।

দলীয় পরিবেশনায় জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান দিয়ে শোভাযাত্রার শুরু হয়।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থী শিল্পীরা অংশ গ্রহণ করে।

শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি গরুর গাড়ি, ঘোড়া, পালকিসহ নানান বর্ণের বেলুন ফেষ্টুন ও মাথাল দিয়ে শোভাযাত্রাকে বর্ণিল করে তোলা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে জেলা প্রশাসন ও জেলা বিসিক কার্যালয়ের আয়োজনে দুইদিন ব্যাপী লোকজ মেলা শুরু হয়েছে। মেলায় হস্তশিল্প, বুটিকস ও মাটির তৈরি বিভিন্ন খেলনা সহ প্রায় ৪০ টি স্টল অংশে নেয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০