দিনেরাতে ঈদের কেনাকাটায় ব্যস্ত বগুড়া

ষ্টাফ রিপোর্টারঃ দিনেরাতে ঈদের কেনাকাটায় ব্যস্ত বগুড়া। দিনের বেলায় বগুড়ার আশপাশের জেলাগুলোর মানুষের ভিড়। রাত ১০টার পর থেকে গভীর রাত অবধি বগুড়া নগরীর মানুষের ভিড়। বগুড়ায় ঈদের শেষ বেলার কেনাকাটা এভাবেই জমে উঠেছে। নিউ মার্কেট, আধুনিক মার্কেট, শোরুম, শপিংমলের দোকানিরা গভীর রাতে বাড়ি ফিরে সেহরি সেরে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৯টা-১০টা পর্যন্ত শহর প্রায় ফাঁকা। এরপর শহর যানজটের।

রাত ১০টায় যানজট কিছুটা কমলে শহরের লোক কেনাকাটায় বের হন। এবারের ঈদের আগে কেন এই অবস্থা। উত্তরবঙ্গের মধ্য শহর বগুড়ায় কয়েক বছরে অনেক আধুনিক মার্কেট শোরুম শপিংমল স্থাপিত হওয়ায় উন্নতমানের পণ্য মেলে। ঢাকায় মুক্তি পাওয়া লেটেস্ট পণ্য পরদিন বিকালেই চলে আসে। ঈদের সময়ে বগুড়ায় নিত্যনতুন পণ্যের সমাহারে মার্কেট শোরুম ভরে গেছে। যে কারণে বগুড়ায় আশপাশের জেলাগুলোর লোকজন ঢাকার পরে বগুড়ার মার্কেটে কেনাকাটার ওপর আস্থা রাখে।

মার্কেটের দোকানিরা জানান, তীব্র গরমে হাঁসফাঁসের মধ্যেও লোকজন কেনাকাটা করছেন। সন্ধ্যার পর কিছুটা ফাঁকা হয়ে রাত ১০টার পর বগুড়া নগরীর মানুষের ভিড় লেগে যায়। এ সময় যানজট কিছুটা বাড়ে। পুলিশকে দিনেরাতে ট্রাফিক সামলাতে হয়। রাতে বগুড়ার আধুনিক মার্কেটে দেখা যায় সবচেয়ে বেশি ভিড়। ঈদে রেডিমেড গার্মেন্টস থেকে সেলাইবিহীন টুপিস থ্রিপিস কিনে মাপমতো বানিয়ে নেওয়া হচ্ছে। কাস্টমার ডেলিভারি নিতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছে। ঈদের শেষের বেলার কেনাকাটায় বাদ পড়া জিনিস কেনার হিড়িক পড়েছে।

AddThis Sharing Buttons

Share to LinkedInShare to More

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০