খুলনা সিটি নির্বাচনে প্রতীক পেলেন যারা

খুলনা প্রতিনিধিঃ খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন। শুক্রবার (২৬ মে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন তিনি।
মেয়র প্রার্থীরা হলেন-

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে তালুকদার আব্দুল খালেক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. আব্দুল আউয়াল।

জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে শফিকুল ইসলাম মধু।

জাকের পার্টি থেকে গোলাপফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন।

এরপর বেলা ১১টা থেকে শুরু হয় সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের কাজ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ বিষয়ে মো. আলাউদ্দীন বলেন, মোট ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ