বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আওয়ামী লীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার : বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের সাতমাথা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল শেষে সাতমাথায় মুজিবমঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েলের পরিচালনায় ও সহ-সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এড. জাকির হোসেন নবাব, নাসিমা রহমান সীমা, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মোমিন তারিক, খালেকুজ্জামান রাজা, আবু সুফিয়ান সফিক, শফিকুল ইসলাম নাফরু, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা উজ্জ্বল, আব্দুস সালাম, আলমগীর বাদশা, কামরুল মোর্শেদ আপেল, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, মঞ্জুরুল হক মঞ্জু, সাবিয়া সাবরিন পিংকি, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা ও আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের এই বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। এ বাজেট মানবতার বাজেট, এ বাজেট মানুষের অধিকারের বাজেট, এ বাজেট মানুষের কল্যাণের বাজেট।এই বাজেটে সকল শ্রেণি-পেশার মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। জনবান্ধব গণমুখী বাজেট পেশ করায় বগুড়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ আরও বলেন, যদি একজন দক্ষ, সৎ, নিষ্ঠাবান মানুষের হাতে দেশ থাকে, সে দেশ সম্মানের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবেই; সেটি আজ প্রমাণিত। আজকের বাজেটকে সারা দেশের যুব সমাজ স্বাগত জানাচ্ছে। এই বাজেটে দেশের সাধারণ মানুষ আনন্দিত, উৎফুল্লিত। প্রতিটি মানুষ এই বাজেটের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করছেন। আজকের এই আনন্দ মিছিল থেকে সারা দেশের আপামর জনগণের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি স্মার্ট বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও অভিবাদন জানানো হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০